আজঃ শুক্রবার ● ২৭শে আষাঢ় ১৪৩২ ● ১১ই জুলাই ২০২৫ ● ১৫ই মুহাররম ১৪৪৭ ● সকাল ৬:১৮
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছা উপজেলা রবি ও খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর হিসাবে বিনা মূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ গত কাল বিকাল ৩ টায় উপজেলা হলরুমে আয়োজনে চৌগাছা উপজেলা কৃষি অফিস, উপজেলা রবি ও খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচী হিসাবে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতারণ হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ নামুল হক সভাপতিত্বে প্রধান অতিাথ হিসাবে ঊক্তব্য দেন চৌগাছা-ঝিকরগাছা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধামেজারজেনারেল (অবঃ)ডাঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ড.অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,স্বগত বক্তব্য দেন উপজেলা কৃষিকমৃকর্মকর্তা রইচ উদ্দিন,উপজেলা প্রকল্প অফিসার ইসতিয়াক আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন ,উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা শেখ শাহিদুল ইসলাম,উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম,তাপষ ঘোষ,অনুষ্ঠারন শেষে রবি ও খরিপ মৌসুমে প্রণোদণা কর্মসূচী হিসাবে বিনামূল্যে ১৪৪৫ জন কৃষকের মাঝে বোরো ধান,গম,সরিষা,ভ্থট্টা,পেয়াজ,গৃীস্ম কালীন মুগ ডাল বীজ,সূর্যমুখী বীজ,খেখসারী ডাল বীজ,মরিচের বীজ,টমেটো বীজ, ও ২৭.৪ মেট্রিক টন সার বিতারণ করা হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন