আজঃ বৃহস্পতিবার ● ১৪ই চৈত্র ১৪৩০ ● ২৮শে মার্চ ২০২৪ ● ১৭ই রমযান ১৪৪৫ ● রাত ১১:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

সড়ক দূর্ঘটনায় নিহত আরশাদ আলীর কবর জিয়ারত করেন এডাসের নেতৃবৃন্দ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর শিকার যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া এডাস চাইল্ড কেয়ার স্কুলের সাবেক ইনচার্জ মরহুম আরশাদ আলীর কবরে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেছেন এডাস পরিবারের নেতৃবৃন্দ।

গতকাল সকালে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত এডাস (এডুকেশন ডেভলপমেন্ট এন্ড সার্ভিস) পরিবারের সদস্যবৃন্দ খেদাপাড়া মরহুম আরশাদ আলীর বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি মরহুমের কবর জিয়ার করেন। এরপর নেতৃবৃন্দ উপজেলার রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ এডাস মডেল স্কুল পরিদর্শনে যান।

এ সময় এডাস যশোরের পরিচালক শামীম আহমেদ ওহাব, সংগঠনের সভাপতি অধ্যাপক তৈয়েবুর রহমান, রাজগঞ্জ এডাস মডেল স্কুলের ইনচার্জ মেহেদী হাসান টুটুল, যশোর সদরের আঃ গফুর একাডেমী স্কুলের পৃষ্ঠপোষক ব্যবসায়ী জসিম উদ্দিন, চৌগাছা প্রতিভা এডাস স্কুলের পরিচালক মুকুরুল ইসলাম মিন্টু, কপোতাক্ষ এডাস স্কুলের ইনচার্জ শহিদুল ইসলাম, নেহালপুর এডাস স্কুলের ইনচার্জ সরোয়ার হোসেন, মুন এডাস স্কুলের ফজলুর রহমান, বর্ণমালা এডাস স্কুলের বেলাল উদ্দীন, পারখাজুরা এডাস স্কুলের রেবা রানী দা, শ্রীরামপুর এডাস স্কুলের ইনচার্জ শিহাব উদ্দিন, চাঁচড়া এডাস স্কুলের ইনচার্জ চায়না খাতুন, সাতক্ষীরা তালা উপজেলার দিশারী এডাস স্কুলের ইনচার্জ আঃ আজিজ, কলারোয়া খোদ্দ এডাস স্কুলের ইনচার্জ সদর উদ্দিন, রোকেয়া এডাস স্কুলের ইনচার্জ রোকেয়া খাতুন, স্বরসকাটি এডাস স্কুলের ইনচার্জ আবুল কালাম, আজমাইন এডাস স্কুলের ইনচার্জ ফারহানা আফরোজ সহ বিভিন্ন এডাস স্কুলের ইনচার্জ ও সহকারী শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন