আজঃ শুক্রবার ● ১৫ই চৈত্র ১৪৩০ ● ২৯শে মার্চ ২০২৪ ● ১৮ই রমযান ১৪৪৫ ● রাত ৯:৩৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

কবিতা- মায়ের আঁচল

ফাইল ছবি

মায়ের আঁচল
            কেয়ন ইমরান
আমার সবুজ বনানী ঘেরা বাংলা,
প্রকৃতির অপরূপ লীলা বৈচিত্র্য,
এখানে ভোরের সূর্য ওঠে,
রক্তিম আভায় রঙ ছড়ায় দিগন্তে।
দেশ যেন মায়ের সবুজ আঁচল,
বাতাসে ঢেউ দোলানো সৌন্দর্য,
আমি বাধ্য সন্তান জননীর,
শত্রুর তরে মায়ের অবাধ্য অজান্তে।
হটিয়ে হানাদার এনেছি স্বাধীন বাংলা,
বিজয়ের গৌরব দিয়েছি গেঁথে,
লাল সূর্য মায়ের আঁচলে,
দেখেছি মায়ের হাসি মুখ যুদ্ধান্তে।
মায়ের শত্রু হননের দাবানল চোখ,
বিজয়ের পথ করেছে শুগম,
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ আমি,
ভয় নেই যদিও জীবনের প্রান্তে।
সর্বময় হোক মায়ের শ্রেষ্ঠ বিজয়,
এ বাংলা আমার মা,
আমি তার যোগ্য সন্তান,
আমার জান কোরবান মায়ের প্রশান্তে।
ডিসেম্বরের ষোল মায়ের শির উন্নত,
সেই একাত্তরের এই দিনে,
লিখেছিলাম বিশ্বে মায়ের নাম,
শত্রু বিনাশে অটল মায়ের সিদ্ধান্তে।
সমর শেষে মায়ের সন্তান অমর,
পেয়েছি মায়ের সবুজ বাংলাদেশ,
মাঝে গৌরব রক্তিম সূর্য,
বিজয়ের হাসি শীত জয় প্রাণবন্তে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন