আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ১০ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৩:৪২
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবীতে বিশিষ্টজনদের স্মারকলিপি

ফাইল ছবি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের প্রস্তাবিত পৌর শহরের ২ নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন সম্পত্তিতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবীতে বানারীপাড়ার শীর্ষ জনপ্রতিনিধি, রাজনীতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা  বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, খিজির সরদার,মাইনুল হাসান মোহাম্মদ ও শহিদুল ইসলাম, বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী,বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনিন মন্দির কমিটির সভাপতি দেবাশীষ দাস, বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার,বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এম এ জলিল ও  পৌরসভার সকল কাউন্সিলরসহ বিশিষ্টজনেরা এ দাবী জানান। এদিকে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের কাছে একই দাবী জানিয়েছেন  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত ভূমির মালিক সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেন গং। । অপরদিকে প্রস্তাবিত স্থানে দ্রুত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শুরুর দাবীতে সম্প্রতি উপজেলা ইমাম সমিতি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালণ করেছেন।

এদিকে সাবেক উপ সচিব মো.দেলোয়ার হোসেন স্মারক লিপিতে অভিযোগ করেন  প্রস্তাবিত সম্পত্তিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি চক্র নানা ভাবে বাধার সৃষ্টি করছে। বিএনপি সমর্থক ওই চক্রটি দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে সম্পত্তির একটি অংশ জবর দখল করে রেখেছে। তাদেরকে নানাভাবে প্রশাসনের অসাধুরা সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন