আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১০:৩৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় পৃথক দুই সড়ক দূর্ঘটনায় হতাহত ৬

চৌগাছা প্রতিনিধি : চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জুটমিল কর্মচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী দফাদারপাড়ার আ‌রি‌ফের রাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার সিংহঝুলী দফাদারপাড়ার মৃত হারেজ আলী মু‌ন্সীর ছে‌লে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মামুন (২৫) আহত হয়ে চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুহুল আমীন ও আনিছুর রহমান। এসময় অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে রুহুল আমীন রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। এতে রুহুল আমীনের সাথে থাকা আনিছুর ও অপর মোটরসাইকেলের চালক মামুনও আহত হয়। স্থানীয়রা রুহুল আমীন ও মামুনকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। রুহুল আমীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে ভর্তির কিছু সময় পর রুহুল আমীন মারা যান। এদিকে আহত মামুনকে চৌগাছা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আনিছুরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চৌগাছা আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে সাজু (২৮) ও শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মাবুদ খানের ছেলে সবুর খান (৬০) ও ইদ্রিস আলীর ছেলে হযরত আলী (৪৫) আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সাজু (২৮) ও সবুর খানকে (৬০) যশোর ২৫০শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন