আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১০:৩৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

মরহুম রুহুল আমীনের পরিবারকে সান্তনা দিতে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ মোস্তানিছুর রহমান

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি : চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় মৃৃত রুহুল আমিন (৭০) এর পরিবারকে শান্তনা দিতে ও জানাযার নামাজে শরীক হতে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মরহুমের গ্রামে ছুটে যান চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ডঃ মোস্তানিছুর রহমান।

সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুর রহমান টিয়া, যুবলীগ নেতা মোঃ হারুন-অর-রশিদ ও জাহিদুর রহমান, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা রাব্বি মৃধা সহ অনেকে।

উল্লেখ্য যে, গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুহুল আমীন ও আনিছুর রহমান। এসময় অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে রুহুল আমীন রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। এতে রুহুল আমীনের সাথে থাকা আনিছুর ও অপর মোটরসাইকেলের চালক মামুনও আহত হয়। আরও জানা যায়,  উপজেলা চেয়ারম্যান মহোদয় গতকাল স্থানীয়দের সহযোগিতায় মহোদয়ের নিজ গাড়িতে হাসপাতালে নিয়ে যান।
রুহুল আমীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে ভর্তির কিছু সময় রাত ৮ দিকে রুহুল আমীন মারা যান।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন