আজঃ রবিবার ● ১৭ই অগ্রহায়ণ ১৪৩১ ● ১লা ডিসেম্বর ২০২৪ ● ২৮শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● সন্ধ্যা ৬:১০
শিরোনাম

By মুক্তি বার্তা

শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীকে নারায়নপুর ইউনিয়নের আগামীদিনের কান্ডারী অমেদুল ইসলামের “ঈদ শুভেচ্ছা”

নারায়নপুর ইউনিয়নের কাণ্ডারী, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম- ফাইল ফটো

করোনা মহামারির এই দূর্দিনে সরকারের নির্দেশনা অনুসারে কোলাকুলি, হাত মেলানো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাত না পড়ে নিজ নিজ মসজিদে ঈদের জামাত আদায় করি। সেই সাথে পবিত্র ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক,দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা।

“ঈদ শুভ বার্তা” নিয়ে সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো, বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নিজের ভেতরের পশুবৃত্তি এবং খারাপ যা কিছু মনের আষ্টপৃষ্ঠকে কলুষিত করে আছে, তা দূর হোক কুরবানীর মাধ্যমে। এই ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক পৃথিবীর সব মানুষ, সব প্রাণ। “ঈদুল আযহার” পবিত্র ধারায় সূচিত হোক প্রত্যেকের জীর্ণ হৃদয় ও বর্ষণে ধুয়ে যাক করোনা মহামারির ব্যাপকতা।

এ প্রত্যাশায় আগামী দিনের নারায়নপুর ইউনিয়নের কান্ডারী, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এবং মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম চৌগাছাসহ দেশে –বিদেশে অবস্থানরত সকলকে  জানায় পবিত্র ঈদের শুভেচ্ছা – “ঈদ মোবারক”।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন