আজঃ বুধবার ● ১১ই বৈশাখ ১৪৩১ ● ২৪শে এপ্রিল ২০২৪ ● ১৪ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৬:৫৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

কবিতা- আমার বাংলাদেশ

ফাইল ছবি

আমার বাংলাদেশ
              কেয়ন ইমরান
আমার বাংলাদেশ
প্রকৃতির শ্যামল মায়ায় জড়ানো
সৌন্দর্যের লীলা ভূমি অপরুপ বৈচিত্র্য
ছেয়ে আছে প্রান্তর মায়ের আঁচল
ছয় রুপে সজ্জিত দুইয়ে দুইয়ে শেষ।।
আমার বাংলাদেশ
মাছে-ভাতে মোরা বাঙ্গালি
মেলা আর উৎসবে আনন্দ সারাক্ষণ
মিলেমিশে থাকি মোরা সুখী পরিবার
এমনি থাকতে চাই দেখতে বাঙ্গালি বেশ।।
আমার বাংলাদেশ
দূর্বাঘাসের ডগায় হীরা জ্বলজ্বল
শীতের পার্বণে নিত্য পিঠাপুলির উৎসব
কনকনে শীতে আমার যশোর বিখ্যাত
খেজুর রস খেতে মিষ্টি খুশির আবেশ।।
আমার বাংলাদেশ
ফুলে ফুলে সৌরভ ছড়ানো
মিষ্টি সুগন্ধ মৃদু সুমন্দ পবন
সকাল-সন্ধ্যা পাখির কুজনে মূখর
মুগ্ধ আমি প্রকৃতির গুণাবলী বর্ণনায় অশেষ।।
আমার বাংলাদেশ
মাঠ ভরা সবুজ ফসল
বাতাসে দোল খায় শ্যামল নগর
রুপের নগরী যেন দীপ্ত সদন
সোনার চেয়ে খাঁটি আমার এই দেশ।।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন