আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ৯ই শাওয়াল ১৪৪৫ ● রাত ২:৪৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় আদালতের রেকর্ড সহকারীকে পিটিয়ে আহত : প্যানেল মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে মামলা 

ফাইল ছবি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ড কুন্দিহার গ্রামের বাসিন্দা বরিশাল যুগ্ম-জেলা জজ ১ম আদালতের রেকর্ড সহকারী আক্তারুজ্জামান ডলারকে পিটিয়ে ও কুুুপিয়ে জখম করার অভিযোগে মামলাা দায়ের করা হয়েছে।

বরিশাল শেবাচিম হাসপাতালেে চিকিৎসাধিন ডলারের স্ত্রী মৌমিতা আলম বন্যা (৩০) বাদী হয়ে ১১ জানুয়ারি বানারীপাড়া থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ৫নং ওয়ার্ডের কাউন্্সিলর ও প্যনেল মেয়র এসএম আকবর সরদার তার ভাতিজা মো. ফজলুল হক সরদার,  মো. শাহিন সরদার ও বিপ্লব সরদার এছাড়াও আরও ৩/৪ জনকে ওই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা সূত্রে জানাগেছে রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৫ টার সময় বাদীর স্বামী ডলার তার কর্মস্থল বরিশাল আদালত হতে বানারীপাড়ার উদ্দেশ্যে আসার পথে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কুন্দিহার বায়তুল আমান সড়কের ব্রিজের সামনে সন্ধ্যা ৬ টার দিকে পৌছা মাত্র আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় দাঁ, লোহার রড ও লাঠি সোটা নিয়ে বাদীর স্বামীর পথরোধ করে বিভিন্ন বিষয়াদি নিয়ে তর্ক-বিতর্ক করার এক পর্যায়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও  পিটিয়ে আহত করে।

কাউন্সিলর এস এম আকবর তার হাতে থাকা দাঁ দিয়ে আহতের মাথা লক্ষ করে কোপ দিলে তার মাথা কেটে যায় বলেও বাদী তার এজাহারে উল্লেখ করেন। এছাড়াও মামলায় উল্লেখ করা হয় আহতের পকেট থেকে নগদ ৫ হাজার ৫ শত টাকা জোর পূর্বব ভাবে নিয়ে যায়। ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য ৭০ হাজার টাকা, একটি আইফোন যাহার মূল্য ৭০ হাজার টাকা ও ১০ হাজার টাকা মূল্যের একটি ঘড়িও নিয়ে যায়। এ সময় রেকর্ড সহকারী ডলারের ডাকচিৎকারে স্বাক্ষীসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিত আসামীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দিয়ে ঢাকা-মেট্টো-গ-১৭৬৩০১ নম্বরের একটি প্রাইভেট কার যোগে দ্রুত স্থান ত্যাগ করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন