আজঃ শনিবার ● ২৭শে পৌষ ১৪৩২ ● ১০ই জানুয়ারি ২০২৬ ● ২০শে রজব ১৪৪৭ ● দুপুর ২:৩২
শিরোনাম

By: মুক্তি বার্তা

কুড়িগ্রামে তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে

ফাইল ছবি

আরিফুল ইসলাম, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। নিম্ন কর্মজীবী মানুষ কয়েকজন এর সঙ্গে কথা বলতেই তারা দিনে কাজে বের হতে পারবে কিনা এ নিয়ে সন্দিহান ।

দিনের বেলা থেকেই তাপমাত্রা কমতে শুরু করে এখন ৭.০ ডিগ্রী সেলসিয়াস বিরাজমান।রাতে তাপমাত্রার মত দিনের বেলা তাপমাত্রা একই কিংবা কমতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। এ দিকে কয়েকদিনের শীতে শিশু ও বৃদ্ধদের নানা শীতজনিত রোগ দেখা দিয়েছে।

অব্যাহত শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশার ফলে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠান্ডায় মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন