আজঃ শুক্রবার ● ২৬শে পৌষ ১৪৩২ ● ৯ই জানুয়ারি ২০২৬ ● ১৯শে রজব ১৪৪৭ ● সকাল ৯:৫৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

শেরপুরে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মঙ্গলবার ১২ ই জানুয়ারি ২০২১ খ্রি বিকাল ৪.৩০ টায় শেরপুর উপজেলার ভবানীপুরের জামালপুরে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে জানা যায় যে, ছেলে প্রাপ্ত বয়স্ক হলেও মেয়ে অপ্রাপ্ত বয়স্ক (১৩ বছর)। বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ অনুসারে মেয়ের অভিভাবককে ১০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মেয়ের বয়স আঠার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে তার অভিভাবকের জিম্মায় থাকবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর,বগুড়া। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব সুবীর কুমার পাল এবং শেরপুর থানা পুলিশ।

উপস্থিত সকলকে বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে সচেতন করা হয় এবং বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭ সম্পর্কে সকলকে জানানো হয়।

কোর্ট পরিচালনাকারী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন