আজঃ শুক্রবার ● ৬ই বৈশাখ ১৪৩১ ● ১৯শে এপ্রিল ২০২৪ ● ৯ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১:১২
শিরোনাম

By: মুক্তি বার্তা

সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামকে পিটিয়েছে দূর্বৃত্তরা

ফাইল ছবি

মোঃআরিফুল ইসলাম, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি:-জছিমিঞা মডেল সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামকে পিটিয়েছে দূর্বৃত্তরা। এই শিক্ষক একটি পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। গুরুতর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন  আমিনুল ইসলাম।  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা জানান,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম (৫৫) এর সাথে পানি মাছকুটি গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোখলেছুর রহমান গং এর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল।

গত শুক্রবার (১৫ জানুয়ারি) জমি নিয়ে থানায় অভিযোগ দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে মোখলেছুর গং। এরই জের ধরে শনিবার (২৩ জানুয়ারি) আমিনুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে স্কুলের দিকে যেতে জনৈক আবুল মিস্ত্রির বাড়ীর সামনে মোখলেছুর ও তার ভাই মিজানুর রহমান,মানিক মিয়াসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরুদ্ধ করে। এরপর তার ওপর হামলা চালায়। তার মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আমিনুল ইসলাম বলেন, জমির কোন কাগজপত্র তারা দেখাতে পারছিলনা। কিন্তু আমি কয়েকদিন আগে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। তারা তাদের জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ কারনে তারা আমার উপর লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন