আজঃ শুক্রবার ● ১৬ই কার্তিক ১৪৩২ ● ৩১শে অক্টোবর ২০২৫ ● ৮ই জমাদিউল-আউয়াল ১৪৪৭ ● দুপুর ১:০৯
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

ইসলামী সংগীত- কেয়ন ইমরান

প্রতিকি ছবি

ইসলামিক সংগীত
কেয়ন ইমরান
অন্তর পশু জবেহ করো
ওহে মুসলমান,
নবীজির পবিত্র কদম ধরো
থাকতে জান॥
এলেম কালাম শিক্ষা করো
বাড়াতে মান,
শক্ত হাতে কোরআন ধরো
বাতাস উজান॥

কেয়ন ইমরান- কবি ও লেখক

ওহে মানব করো সবর
পেতে উপাদান,
মোদের খোদা চির অমর
চির অম্লান॥
তিনি মোদের দেবেন বর
করলে দান,
শান্তির তরে করব সমর
শত্রুকে ম্লান॥
ভব নদীতে জেগেছে চর
চেয়েছি বান,
পাব পানা তুলেছি কর
করো অবসান॥
ইসলামের‌ই শত্রু যারা গুপ্তচর
ছিটাও লোবান,
করলে পরে খোদার শোকর
পাবে আহসান॥
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন