আজঃ বুধবার ● ২রা আশ্বিন ১৪৩২ ● ১৭ই সেপ্টেম্বর ২০২৫ ● ২৪শে রবিউল-আউয়াল ১৪৪৭ ● বিকাল ৫:৪২
শিরোনাম

By মুক্তি বার্তা

দুই শিশুর মৃত্যুতে দুটি পরিবারে ঈদের আনন্দ মাটি

প্রতিকি ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের দিন নৌকা নিয়ে বিলে ঘুরতে গিয়ে লাশ হলো দুই শিশু। শনিবার (১ আগষ্ট) দুপুরে নবীগঞ্জ সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামের গজারিয়া বিলে এ ঘটনা ঘটেছে।

ঈদের দিন আনন্দ করতে নবীগঞ্জ সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার ১০ বছরের মেয়ে পপি আক্তার ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে ১০ বছরের মনি আক্তারসহ পাঁচ জন শিশু মিলে পার্শ্ববর্তী মান্দারকান্দি গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। রওনা দেয়ার পর গজারিয়া বিলে যাওয়ার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।

এর কিছুক্ষণ পর এক লোক দেখতে পান বিলে সাঁতরে তীরে উঠার চেষ্টা করছে কয়েকজন শিশু। তিনি দ্রুত এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করে দুইজনকে পানি থেকে মৃত অবস্থায় ও বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে যায়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবীগঞ্জ থানা পুলিশ বলছে ঘটনাটি কেউ জানায়নি, তারা এ ব্যাপারে অবগত নয়, তবে খোঁজ খবর নিয়ে দেখছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন