By: মুক্তি বার্তা
চৌগাছায় মহিলা কাউন্সিলার পদপ্রার্থী চশমা মার্কার অফিস ভাংচুর ও কর্মীদের মারপিট
চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় ৪ নং ওয়ার্ডের মাঠপাড়ায় সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদপ্রার্থী জোছনা খাতুন চশমা মার্কার অফিস ভাংচুর ও কমর্ীদের মারপিট করেছে অন্য পক্ষের সন্তারাশীরা ।
১১ ফেরু্রারী রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২৫ মিনিটে বর্তমান মহিলা কাউন্সিলার ১৪ ফেরু্রারী পৌরসভা নির্বাচন মহিলা কাউন্সিলার পদপ্রার্থী জোছনা খাতুন চশমা মার্কার অফিস ভাংচুর ও অফিসে থাকা চশমা মার্কার কর্মীদের মারপিট সহ যকম করেছে সন্তারাসিরা। মহিলা কাউন্সিলার পদপ্রার্থী চশমা মার্কার কর্মীরা ৪নং ওয়ার্ডের অফিসে বসে ছিল এমন সমায় কিছু সন্তারাসি সংগবন্ধ এসে অফিসে বসে থাকা আজাহার উদ্দিন(৫৫),সিরাজুল ইসলাম (৫০),সহেল হোসেন(২০), রনজু বেগম(৪৫), নাসির উদ্দিন(৬০), ইসমাইল হোসেন মারপিট ও চেয়ার ভাংচুর করে এলাকার লোকজন টের পেলে সন্তারাসী পালিয়ে যায়।
এ বিষয় চশমা মার্কার পদপ্রার্থী ও বর্তমান মহিলা কাউন্সিলার জোছনা খাতুন বলেন ৪নং ওয়ার্ড মাঠপাড়ায় অফিসে সন্ধ্যার পরে কিছু সন্তাসিরা আমার অফিস ভাংচুর করে অফিসে থাকা কর্মীদের মারপিট করে।এ বিষয় ইস্থানিয় প্রমাসন কে যানানো হয়েছে।
মুবার্তা/এস/ই

