আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১২:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে ভোট জালিয়াতির অভিযোগ: ফলাফল প্রত্যাখান

ফাইল ছবি

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুুুুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

কাউন্সিলর প্রার্থী বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। কাউন্সিলর প্রার্থী মনির হোসেনের ফুফাতো ভাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ রুবেলকে ২ নং ওয়ার্ডের মাহমুদিয়া মাদ্রাসা কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া, অন্য কেন্দ্র থেকে ব্যালট পেপার এনে বাস্কে ফেলা, গণহারে জাল ভোট প্রদান,মৃত ও অনুপস্থিত ভোটারের ভোট প্রদান এবং দূর দূরান্ত থেকে ভূয়া হোল্ডিংয়ে বানানো বহিরাগত শতাধিক ভোটার এনে ভোট দেওয়ানো, ভয়ভীতি প্রদর্শণ,টাকা ছড়ানো ও প্রার্থী রাহাদ সমনের বিরুদ্ধে প্রপাগন্ডা ছড়িয়ে লিফলেট বিরতণসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

কাউন্সিলর প্রার্থী রাহাদ সুমনের এজেন্ট ফয়েজ আহম্মেদ শাওন অভিযোগ করেন প্রতিপক্ষ প্রার্থী মনির হোসেনের টেবিল ল্যাম্প প্রতিকে সিল দেওয়া ৬টি ব্যালট তার সমর্থক রবিন একত্রে বাস্কে ফেলার সময় তিনি তাকে হাতে নাতে ধরে ফেলেন। এসময় তাকে ধাক্কা মেরে রবিন দৌড়ে কেন্দ্র থেকে পালিয়ে যান। এ খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার নুরুল আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা ওই কেন্দ্রে এসে অভিযোগের সত্যতা পাওয়ার পরেও শুধু ওই ব্যালট গুলো বাতিল করেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা

 ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আল-আমিনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কাউন্সিলর প্রার্থী রাহাদ সুমন নানা অনিয়মের অভিযোগ তুলে ফলাফল ঘোষণা না দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানালেও তারা অভিযোগের সত্যতা পেয়েও নির্বাচন স্থগিত না করে কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ফলাফল ঘোষণা করেন। এর প্রতিবাদে ভোট বর্জন ও প্রত্যাখান

করে রাহাদ সুমন নির্বাচনী কেন্দ্র থেকে চলে যান। এদিকে এসব অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে  রাহাদ সুমন জানিয়েছেন। তিনি অভিযোগ করেন  তার নিশ্চিত বিজয়  জালিয়াতির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আইনী লড়াইয়ের মাধ্যমে জনরায় ও জন আকাঙ্খা প্রতিষ্ঠা করা হবে। অপরদিকে প্রেসক্লাবের টানা ১৫ বার নির্বাচিত সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  রাহাদ সুমনের নিশ্চিত বিজয় জালিয়াতির মাধ্যমে ছিনিয়ে নেওয়ায় বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনী ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন