আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:০৭
শিরোনাম

BY: মুক্তি বার্তা

চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিব যশোর ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের ১০৫ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও চার্জিং নাইনের পরিচালনায় শনিবার বিকেল তিনটায় শহরের ইছাপুর বটতলা মোড় হতে শুরু হয়ে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের এবিসিডি কলেজে গিয়ে পাঁচ কিলোমিটার এই ম্যারাথন শেষ হয়। এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।


উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ যশোরে ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেডের চার্জিং নাইনের অধিনায়ক মেজর রফিকুল ইসলাম, ক্যাপ্টেন রিয়াসাত, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিছুর রহমান আনিচ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।


এর আগে বিকেল সাড়ে তিনটায় শহরের ইছাপুর বটতলায় ম্যারাথনের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। দির্ঘ পাঁচ কিলোমিটার ম্যারাথনে দৌড়ে এবিসিডি কলেজে পৌছান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর আতিয়ার রহমান, চৌগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফরসহ সিনিয়র ব্যক্তিবর্গ। দির্ঘ পাঁচ কিলোমিটার ম্যারাথনের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী তিনটি জাতীয় পতাকাসহ একটি পতাকা স্টান্ড বহন করেন। ম্যারাথনের গন্তব্য এবিসিডি কলেজে পৌছে তিনি সেটি জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনের হাতে হস্তান্তর করেন।
ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন শাহরিয়ার জামান, ২য় ইনজামুল হক, ৩য় হাবিবুর রহমান, ৪র্থ কবির হোসেন, ৫ম আব্দুর রউফ, ৬ষ্ঠ ইমন, ৭ম মাসুদ রানা, ৮ম তারেক রহমান, ৯ম জিহাদ এবং ১০ম স্থান অধিকার করেন সাজেদুল। এছাড়া মেয়েদের মধ্যে ১ম স্থান অধিকার করেন সেতু বর্ণা, ২য় আছিয়া খাতুন ও ৩য় স্থান অধিকার করেন সর্মিলা আক্তার ইতি।


উপজেলার ২ হাজার ১শ নব্বই থেকে পঁচানব্বই জনপ্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ নানা পেশার নারী-পুরুষ অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই ম্যারাথনে অংশ গ্রহণ করেন। দির্ঘ পাঁচ কিলোমিটার ম্যারাথনে সড়কের দুই ধারে শত শত নারী-পুরষ করতালি ও অভিনন্দনের মাধ্যমে ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন