আজঃ শুক্রবার ● ২৯শে চৈত্র ১৪৩০ ● ১২ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১১:০৭
শিরোনাম

BY: মুক্তি বার্তা

বানারীপাড়ায় হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা আ.হাই বখ্শ আর নেই

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল ও রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বধিরদের কথা শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক সর্বজন শ্রদ্ধেয় আ.হাই বখ্শ (৭০) আর নেই।

২০ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে অ্যাজমাসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

২১ ফেব্রুয়ারী রোববার বাদ জোহর বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তার লাশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক.পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন