আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৭:১৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

কবিতাঃ নতুন-পুরাতন, কেয়ন ইমরান

ফাইল ছবি

নতুন-পুরাতন
          কেয়ন ইমরান
সব প্রথমই শ্রেষ্ঠ
সকলের কাছে,
দুদিন আবেগে মাখামাখি
নষ্ট পাছে।
নতুন কাপড়ও সম্মানিত
সদা নতুনে,
অবহেলা, অনাদরে পতিত
হয় পুরাতনে।
কত সাধনার তুমি
আমার জীবনে,
করি না ভয়
আমি মরণে।
মুহূর্তে করি প্রতিজ্ঞা
একত্রে চলব,
যদি হারিয়ে যাও
ধরা ছাড়ব।
সিক্ত করি নয়ন
আড়াল হলে,
উদাস হয়ে ভাবি
কোথায় গেলে?
জীবন বড়ই কঠিন
প্রতিক্ষণ সংগ্রাম,
হাসি-কান্নার লেনদেন
চলে অবিরাম।
অভাব মিষ্টতা কাড়ে
হায়েনার মত,
চির চেনা আদরে
লাগে ক্ষত।
সাধের সাথে সাধ্যের
হয় দ্বন্দ্ব,
ললনা, চির অবলার
ভালোবাসা বন্ধ।
পুরাতন ধ্বংসের মূল
সকল ক্ষেত্রে,
আশা হয় অর্থহীন
জীর্ণ পাত্রে।
নতুন-পুরাতনের খেলা
বিশ্ব জুড়ে,
নতুন সর্বদা আগত
পুরাতন দূরে।
আসলে কি পুরাতন
অতিব নিম্ন,
পুরাতনের মাঝেই তো
নতুনের জন্ম।
সকলেই চায় নতুন
পুরাতনকে নয়,
পুরাতন আশ্রমের কীট
করো বিলয়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন