আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৫:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেলেন বানারীপাড়ার স্বেতা

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার হাফসা মেহেজাবিন আলম স্বেতা ব্যারিস্টারি (বার এট ল’) পড়তে লন্ডনে গিয়েছেন। সেখানে স্বেতা বিপিপি ইউনিভার্সিটিতে আইনের ওপর সর্বোচ্চ এ ডিগ্রী অর্জণ করতে ভর্তি হয়েছেন। এর আগে  সে লন্ডনের একই ইউনিভার্সিটি থেকে ইউ-কে ল’ ডিগ্রী অর্জণ করেন। বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে হাফসা মেহেজাবিন আলম স্বেতা ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সে উচ্চতর ডিগ্রী অর্জণ করে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান। এ জন্য সে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। হাফসা মেহেজাবিন আলম স্বেতা বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল আলম মল্লিক ও সমাজসেবী নাজনিন জাহানের একমাত্র মেয়ে ও বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কমান্ডার মো. রেদোয়ান-উল ইসলাম সৌরভের বোন।

মুবার্তা/এস/ই

 

 

ফেসবুকে লাইক দিন