আজঃ সোমবার ● ১লা আশ্বিন ১৪৩১ ● ১৬ই সেপ্টেম্বর ২০২৪ ● ১২ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ৯:৫০
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

কবিতা “করোনা ভয়” (সাড়া জাগানো কবিতা)

কবি ও লেখক

করোনা ভয়
          কেয়ন ইমরান 
পৃথিবী জুড়ে অশান্তি বিরজমান
আদর বিহীন, আপনজন নিরব।
সবকিছু ছিন্ন ভিন্ন সুনসান,
অর্থহীন, নষ্ট পৃথিবীর বৈভব।
বাতাসে ওড়ে মৃত্যুর পয়গম,
বিশ্বের সকল প্রাণী অসহায়।
মায়া-মমতা-স্পর্শ অনিয়ম,
বয়ে চলেছে নিরব প্রলয়।
সংকটময় প্রতিটি দিন পার!
জীবন স্থবির জীবিকার সন্ধান।
বিদ্যুৎ গতি হাবিয়ার নার,
মহামারিতে বিলয় স্নেহের বন্ধন।
বিসর্জন আজ শ্রদ্ধা ভক্তি,
নিশিথের পথে মানব জাতি।
হাজারও গবেষণা পেতে মুক্তি,
কখন ফুটবে সম্ভাবনার বাতি।
মানবের অন্তরীক্ষ জয়ের ক্ষমতা,
জল-স্থল-গীরি-পর্বত।
ব্যর্থ হল সব দূরদর্শিতা,
সাজাতে অক্ষম স্বপ্নের শরৎ।
করোনার সকাশে সবই খ্যান্ত।
করুণা কর, হে দয়াময়!
পৃথিবীর মোহে মানব ক্লান্ত, 
হেদায়েত দাও চিত্ত আলয়।

কেয়ন ইমরান (কবি ও লেখক)- ফাইল ফটো

ভাইরাস থেকে বাঁচতে সুরক্ষা,
কত পদ্ধতি, পরীক্ষা অবিরাম।
স্বর্গ পেতে নেই দীক্ষা,
অদূর ভবিষ্যতের নেই দাম।
করোনার ভয়ে খোদার সকাশে
ক্ষমা পেতে ভিক্ষা মাগি।
খোদাকে মনে পড়ে বিনাশে।
এ সবই দুনিয়ার লাগি।
করোনার ভয় প্রীতি এনেছে,
সবাই সমান ভেদাভেদ নেই।
অর্থ উপার্জন সবই মিছে,
পরিবর্তন করেছে করোনার সানাই।
করোনা তুমি বিদায় নিবে,
রেখে যাবে ভয় আজীবন।
আগামী প্রজন্মকে শিক্ষা দিবে,
তাই করছি করোনাকে আবেদন।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন