আজঃ মঙ্গলবার ● ১২ই চৈত্র ১৪৩০ ● ২৬শে মার্চ ২০২৪ ● ১৪ই রমযান ১৪৪৫ ● রাত ৩:৩২
শিরোনাম

By: মুক্তি বার্তা

ইবিতে সকলেই পাচ্ছেন করোনার টিকা

ফাইল ছবি

ইমন মাহমুদ, ইবি প্রতিনিধিঃ কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল আবাসিক-অনাবাসিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকলের তালিকা চেয়েছে। এজন্য আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
এর আগে স্ব-স্ব হল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য নেয়। এবার কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এর আগে যেসকল শিক্ষক-শিক্ষার্থী তথ্য জমা দিয়েছেন তাদের নতুন করে জমা দিতে হবে না বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd তে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য docs.google.com/forms লিংকটি দেয়া হয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন