আজঃ শনিবার ● ১৪ই বৈশাখ ১৪৩১ ● ২৭শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● রাত ২:২৫
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

বানারীপাড়ায় ২৫ মার্চ গণহত্যা  দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ( দায়িত্বপ্রাপ্ত) রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন।  প্রাথমিক শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. মিজান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন সালেক,নতুনমুখ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কাওসার হোসেন,নিরালাগুচ্ছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আ. আউয়াল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজামউদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির,প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন  প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন