আজঃ মঙ্গলবার ● ১২ই চৈত্র ১৪৩০ ● ২৬শে মার্চ ২০২৪ ● ১৫ই রমযান ১৪৪৫ ● বিকাল ৩:২১
শিরোনাম

By: মুক্তি বার্তা

অস্বচ্ছতায় ভরপুর ইবির মেগা প্রকল্প!

ফাইল ছবি

ইমন মাহমুদ, কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী একনেকে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দেন। যেখানে ১৮ টি ভার্টিক্যাল এক্সটেনশন ও ৯ টি দশ তলা বিল্ডিং রয়েছে।
ভার্টিক্যাল এক্সটেনশনের ১২ টির কার্যাদেশ প্রদান করতেই গত ২০ আগষ্ট মেয়াদ শেষ হয় বিগত প্রশাসনের। নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে সর্বাধিক গুরুত্ব দেন টেন্ডার প্রক্রিয়ায়। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রত্যাশিত কোম্পানি টেন্ডার না পাওয়ায় কার্যাদেশ না দিয়ে পূনঃ টেন্ডার আহবান করলে হাইকোর্ট রিট হয় এবং দুইটি দশ তলা হলের টেন্ডার প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত হয়।
ইলেকট্রনিক টেন্ডার ওপেনিং ও মূল্যায়ন দুই কমিটির সভাপতির দায়িত্ব দেন পরিকল্পনা ও উন্নয়ন ভারপ্রাপ্ত পরিচালক এ এইচ এম আলী হাসান কে। টেন্ডার ওপেনের আগেই দরপত্র ক্রেতা কোম্পানী নাম ফাঁসের ক্যালেঙ্কারী ঘটে এবং নানামুখী চাপে ক্রেতাগন সিডিউল জমা দিতে না পারলে ১৮ মার্চ ৫৩ কোটি টাকার টেন্ডারে ০.১২ শতাংশ কমে সিডিউল জমা হয়।
প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও কর্তৃপক্ষ টেন্ডার ওপেনিং স্থগিত না করায় গত ২২ মার্চ ১০৮ কোটি টাকার দুটি টেন্ডারে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটে। ইবি ক্যাম্পাসে ও সমগ্র দেশে সমালোচনা চলতে থাকলে বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) ও বাঙালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইবি প্রগতিশীল শিক্ষক সংগঠন “শাপলা ফোরাম” প্রতিক্রিয়া ব্যক্ত করে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতি প্রদান করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইজিপি টেন্ডার প্রক্রিয়া যেন কোনভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য প্রকৃত সত্য উদঘাটনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে।
একাধিক সিনিয়র শিক্ষক দাবী করেন নতুন উপাচার্য দায়িত্ব নেয়ার পর হতে তিনি যেভাবে নতুন নিয়োগ ও টেন্ডার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে লক্ষণ ভাল মনে হচ্ছে না।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, সম্পাদকীয় সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্বসহকারে সংবাদ পরিবেশন হলেও তদন্ত কমিটি না করে কর্তৃপক্ষ টেন্ডার চালিয়ে যাওয়ায় আমি বিস্মিত। উপাচার্যের সাথে কথা বলে প্রকৃত সত্য উদঘাটন করে স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছি।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন