আজঃ বুধবার ● ১লা মাঘ ১৪৩২ ● ১৪ই জানুয়ারি ২০২৬ ● ২৪শে রজব ১৪৪৭ ● রাত ৯:৪৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ অনুষ্ঠত হয়

ফাইল ছবি

চৌগাছা থেকেঃ ১৬ প্রহরহারব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ অনষ্ঠিত হয়।

যশোরের চৌগাছা আদীবাসী পাড়া সার্বজনীন মহাশন্মান মন্দিরের আঙ্গিনায় দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের কল্যাণে কামনায় শ্রী কৃষ্ণ ৫ম দোলযাত্রা উপলক্ষে ১৮ তম বার্ষিকী ১৬ প্রহরব্যাপী শুভ অধিবাস ৩১ মার্চ রোজ বুধবার   প্রদীপ প্রজ্জলন মহানাম বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠীত হয় ।শনি বার অরুনোদয় পর্যন্ত নাম সমাপনন্তে কুজভঙ্গ,নগরকীর্ত্তন ভোগরাগ ও মহাপ্রসাদ বিতারণ হয়।শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ কমিটির সভাপতি শ্রী বিষ্টু সরদার ও সাধারণ সম্পাদক শ্রী বলরাম সরদার, সহ আদীবাসী  পাড়া বাসী সার্বিক সহয়োগীতায় করেছেন খিরোদ সরদারন ,সষ্ণয় সরদার,হেমন্ত সরদার,নিমায় সরদার,সুজন সরদার, শ্রীমতি শকি রানী সরদার,সুমন সরদার,অদিপ কুমার পাখী, চাদসাদাগার সরদার, মনা সরদার,বন্ধনা রানী সরদার, মনি মালা সরদার,প্ররিতোষ সরদার, দুতকমোল সরদার প্রমুখ ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন