আজঃ সোমবার ● ২৯শে পৌষ ১৪৩২ ● ১২ই জানুয়ারি ২০২৬ ● ২১শে রজব ১৪৪৭ ● রাত ৩:৪৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় বিএনপি নেতাদের জামায়াতে যোগদান!

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির ৫ নেতা জামায়াতে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) মাগরিবের নামাজের পর উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের মসজিদে গ্রামের ওই ৫ বিএনপি নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চৌগাছা কামিল মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে তারা কে কোন পর্যায়ের নেতা সেটা তিনি তার ফেসবুক আইডিতে উল্লেখও করেন নি, এ প্রতিবেদকের পক্ষে যাচাই করাও সম্ভব হয়নি।
যোগদানকৃতরা হলেন সাঞ্চাডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমীর হোসেন, কামাল হোসেনের ছেলে লিয়াকত আলী, হায়দার আলীর ছেলে আকাশ, মৃত আবুল হোসেনের ছেলে শুকুর আলী ও ইদ্রিস আলীর ছেলে সাইফুল ইসলাম।
গ্রামের মসজিদে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ও আন্দারকোটা মহিলা মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর চৌগাছা কামিল মাদরাসার শিক্ষক মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াত দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী চৌগাছা কামিল মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন। এছাড়াও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
যোগদানের বিষয়ে স্বরূপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম বলছেন তারা মূলতঃ জামায়াতেরই সমর্থক। এদের মধ্যে আমীর হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সেটা মৌখিকভাবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন