আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ১০ই শাওয়াল ১৪৪৫ ● রাত ১০:২৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

উজিরপুরে মায়ের মৃত্যুতে দেশে এসে করোনায় নিজেই মারা গেলেন  প্রবাসী!

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে মায়ের মৃত্যুর সংবাদ শুনে দেশে এসে করোনায় আক্রান্ত হয়ে জর্ডান প্রবাসী নজরুল ইসলাম মুন্সী(৫০) নিজেই পাড়ি জমালেন চির অচেনার দেশে। চির নিদ্রায় শায়িত হলেন সেই মায়ের কবরের পাশে। মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে। ওই গ্রামের মৃত বারেক মুন্সির পুত্র জর্ডান প্রবাসী মোঃ নজরুল ইসলাম মুন্সি (৫০) করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (০৭ এপ্রিল) তাকে স্বাস্থ্যবিধি মেনে পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ বাবুল সিকদারের নেতৃত্বে উজিরপুরের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।

করোনার সংক্রমণ রোধে প্রবাসী নজরুল ইসলামের পরিবারের অন্য সদেস্যদের হোমকোয়ারাইন্টেনে রাখা হয়েছে।প্রবাসী নজরুল ইসলাম তার মায়ের মৃত্যুর সংবাদ শুনে সম্প্রতি  দেশে এসে মায়ের দাফন ও দোয়া অনুষ্ঠান শেষে পুনরায়  কর্মস্থল জর্ডানে  ফেরার পথে ঢাকায় হযরত শাহাজালাল আন্তঃজার্তিক বিমান বন্দরে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন।  পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৬ এপ্রিল রাতে তার মূত্যু ঘটে।

এদিকে  মৃত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার বিউটি (৪৮),শ্যালক আবুল হোসেন (৩৬),ছেলে রিয়াদ হোসেন (৬) ও জামাতা আতিকুল ইসলাম (৩৩)  হোমকোয়ারাইন্টেনে রয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন