আজঃ বৃহস্পতিবার ● ৯ই মাঘ ১৪৩২ ● ২২শে জানুয়ারি ২০২৬ ● ২রা শাবান ১৪৪৭ ● বিকাল ৫:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় নবম শ্রেণীর স্কুল ছাত্রী আত্মহত্যা !

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আফরিন জাহান অথৈয়(১৫)নবম শ্রেণীর স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। উপজেলার বাজার হাসিব ইলেকট্রনিক্র পিছনে বাড়ী টুয়েলের মেয়ে।

মেয়ের চাচা সাবেক ইপি সদস্য সাইদুজ্জামান বলেন শনিবার দুপুরের আগে মেয়ের মার সঙ্গে মরোমালিন্য হয় অভিমান করে দুপুওে নিজের ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্নহত্যা করে।পরিবারের লোকজন টেরপেয়ে তড়িঘড়ি করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে আনেন। হাসপাতালে ১.৪০মিঃ আনে  কর্তব্যরত  ডা তৈাহিদুজ্জামান বলেন আসার পূর্বে মৃত্যু বরণ করেছে।

এ ব্যাপারে চৌগাছা থানার এস আই নুর উন নবী আত্নহত্যা করেছে সত্যতা নিশ্চিত করেন। চৌগাছা থানায় আত্মহত্যার অপমৃত্যু মামলা হয়েছে।

মুবার্তা/এস/ই

 

ফেসবুকে লাইক দিন