আজঃ বৃহস্পতিবার ● ১৪ই চৈত্র ১৪৩০ ● ২৮শে মার্চ ২০২৪ ● ১৭ই রমযান ১৪৪৫ ● বিকাল ৩:১১
শিরোনাম

By: মুক্তি বার্তা

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকান্ড 

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০টি ঝুপটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেছেন, কতিপয় এনজিও সংস্থার লোকজন অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকতে পারে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১০ এ এইচ ব্লকে আগুন লাগে। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সাভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসীরা। আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন , উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল ছোড়ে। এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কি কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না। তবে ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে বলে জানান এ কর্মকর্তা।  গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ক্যাম্পে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। এতে ১০ হাজারের অধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় স্থানীয়দের ১২৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন