By: মুক্তি বার্তা
নান্দাইলে পানির হাউজ বিস্ফোরনে শ্বশুর ও পুত্রবধু নিহত আহত ২
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে শুক্রবার দুপুর ১টার দিকে পানির নতুন হাউজ বিস্ফোরনে শ্বশুর আব্দুর রহমান (৭০) ও তারই পুত্র মামুনের স্ত্রী সাওদা আক্তার (২০) নিহত হয়েছে। এছাড়া একই পরিবারের রাব্বী (১২) ও রুহান (৮) নামে আরো দুই শিশু আহত হয়েছে। বর্তমানে দুই শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে, সপ্তাহ খানেক পূর্বে বাড়ির উঠানের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউজ তৈরী করেছিল আব্দুর রহমান। কিন্তুু আরসিসি পিলার ব্যতীত ৬ ফুটের উক্ত পানির হাউজটির কাচাঁ অবস্থায় পানি দিয়ে পরিপূর্ণ করে ব্যবহার করছিল বাড়ির লোকজন। শুক্রবার প্রতিদিনের মতই হাউজের পানি ব্যবহার করছিল তারা। কিন্তুু হঠাৎই পানির অতিরিক্ত চাপে বিস্ফোরন ঘটায় হাউজের দেওয়াল চতুরদিকে ছিটকে পড়ে। এতে পাশে থাকা বাড়ির পুত্র বধূ সাওদা আক্তার ঘটনাস্থলে নিহত হয়। আর বাড়ির মালিক আব্দুর রহমান ও দুই শিশু রাব্বী-রুহানকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে আব্দুর রহমান মারা যায়। নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুবার্তা/এস/ই

