আজঃ বুধবার ● ১১ই বৈশাখ ১৪৩১ ● ২৪শে এপ্রিল ২০২৪ ● ১৪ই শাওয়াল ১৪৪৫ ● সন্ধ্যা ৬:১৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

আর কত বয়স হলে বয়স্কভাতা কার্ড পাবে শতবর্ষী ছালেহা খাতুন

ফাইল ছবি

নান্দাইল সংবাদদাতাঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শিবনগর গ্রামের বাসিন্দা মোছাঃ  ছালেহা খাতুন শতবছর পার হলেও এখনো জোটেনি তার কপালে বয়স্কভাতার কার্ড বা সরকারি কোনরূপ সুযোগ সুবিধা।
প্রায় ৬৫ বছর পূর্বে স্বামী মারা গলেও আজ পায়নি বিধবা ভাতার কোন সুবিধা। ছালেহা খাতুনের স্বামী মৃত আঃ মফিজ মিয়া প্রায় ৬৫ বছর আগে মারা যান তখন থেকেই সংসারে অভাব অনটনে চলছিল ছালেহা খাতুনের জীবনে। ছাহেলা খাতুনের স্বামী ৬৫ বছর আগে দুই সন্তান রেখে মারা গেলে সন্তানদের নিয়ে তখন থেকেই কষ্ট করে দিন কাটাচ্ছিল। নিজে অন্যের বাড়িতে কাজ করে কোন রকম পাড় করতেন দিন-রাত। বয়স বৃদ্ধি সাথে সাথে বার্ধক্যে উপনীত হলেও অবহেলিত অবস্থায় দিনাতিপাত করছে ছালেহা খাতুন। বর্তমানে মৃত্যু সহ্যায়।
তিনি জানান, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে তার কার্ডের জন্য একাধিক বার গেলোও টাকা ছাড়া তার কার্ড হয়নি।
তার ছেলে মাসুদ মিয়া জানান, আমার মায়ের আর কত বছর হলে তিনি একটা বয়স্ক ভাতার কার্ড পাবেন? ৬৫ বছর আগে আমাদেরকে ছোট রেখে আমার বাবা মারা গেলেও এখনো কি আমার মায়ের বিধবা ভাতার কার্ড পাওয়ার উপযোগী হয়নি? যার কাছেই যাই, টাকা ছাড়া কোন কার্ড করে দেয়না। আর টাকা দেওয়ার মত আমাদের সামর্থ্যও নাই।
এলাকার সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যেন, মোছাঃ ছালেহা খাতুনকে সরকারি সকল সুযোগ সুবিধার আওতায় আনা হয়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন