আজঃ বুধবার ● ১১ই বৈশাখ ১৪৩১ ● ২৪শে এপ্রিল ২০২৪ ● ১৩ই শাওয়াল ১৪৪৫ ● ভোর ৫:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদকের ইন্তেকাল

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক বি এম হাবিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার ভোরে বার্ধক্য জনিত কারণে তিনি চৌগাছা পৌর শহরের বিশ্বাসপাড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। প্রবীণ এ রাজনৈতিক নেতার মৃত্যুতে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নারগিস বেগম, বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহবিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যু কালে তিনি ২ স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

তিনি চৌগাছা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক ও চৌগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি একজন বিশিষ্ট সমাজ সেবক হিসেবে বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহসহ বিভিন্ন সমাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। শুক্রবার দুপুরে চৌগাছা সরকারি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা আওলিয়ারের পরিচালনায় জানাজা পূর্ব প্রয়াত এ নেতার স্মৃতিচারণ করে বক্তৃতা করেন মরহুমের বড় ছেলে বিএম কবির আহমেদ লিটু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিএম সেলিম রেজা, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ডা. জিল্লুর রহমান, খুলনা জেলা সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ছালাম ও চৌগাছা পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল প্রমুখ। প্রয়াত এ নেতার জানাজার নামাজ পড়ান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ। জানাজা শেষে বিশ্বাস পাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

এদিকে প্রয়াত এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই বিভিন্ন এলাকার শত-শত নারী পুরুষ তাদের প্রিয় নেতাকে শেষ বারের মত এক নজর দেখতে ভিড় করতে থাকেন। যদিও করোনা মহামারীর জন্য জনসমাগম সীমিত করা হয়। প্রয়াত এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন, চৌগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমেদ, চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন