আজঃ শুক্রবার ● ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ ● ৮ই ডিসেম্বর ২০২৩ ● ২৩শে জমাদিউল-আউয়াল ১৪৪৫ ● দুপুর ১:১২
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় অনির্বান ছাত্র সংগঠন উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ইফতার মাহফিল

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ চৌগাছায় অনিবার্ন ছাত্র সংগঠনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

১০ মে রোজ সোমবার বিকাল ৪ টার সময় চৌগাছা সরকারী কলেজ প্রঙ্গনে চৌগাছা অনির্বান ছাত্র সংগ উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে কোরআন প্রতিযোগিতায় বিচারক ছিলেন রহমানিয়া মসজিদের ইমাম মোঃ হুমায়ন কবির,বিশ্বেস পাড়া মসজিদে ইমাম মোঃ রজব আলী,উপজেলা শাহী মসজিদের ইমাম মোঃ শাহ্জাহান আলী,পেটভরা হাফিজিয়া মাদ্রসার কোরআন প্রতিযোগীতায় টিমের সার্বিক সহযোগীতা করেন ভাই ভাই স্যানিঠারী সত্তাঅধিকার নাজমুল হাসান।

কোরআন  প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে জে.টি.কে মাদ্রসার ছাত্র মোঃ আব্দুলল্লাহ আল মামুন,দ্বিতীয় স্থান অধিকার করেছে পেটপরা হাফেজিয়া মাদ্রসা ছাত্র মোঃ ইসমাইল হুসাইন, তৃতীয় স্থান অধিকার করেছে চৌগাছা আলিম মাদ্রসা ছাত্র নাজমুল হুসাইন,সার্বীক সহযোগীতা করেছে  অনির্বান ছাত্র সংগঠন থেকে তানভীর আরাফাত সুর্বণ,ইসতিয়াক আহমেদ,সম্রাট হোসেন,ইক্ররামুল মৃধা,রাশেদুল রিতম,তানভীর ইসলাম লিমন,সাহেদুজ্জামান সজীব,সাব্বির দেওয়ান,কুয়াদ হোসেন,মাহমুদুল হাসান আসিফ,সৌরভ ,আব্দুল আলীম রাকিব,আব্দুল জ্বীম সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবিন্দ  উপস্থিত ছিল।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন