আজঃ শনিবার ● ২৮শে আষাঢ় ১৪৩২ ● ১২ই জুলাই ২০২৫ ● ১৬ই মুহাররম ১৪৪৭ ● রাত ১১:৪৫
শিরোনাম

BY: মুক্তি বার্তা

চৌগাছা থানার উদ্যোগে মাস্ক বিতাণ ও করোনা কালে সচেতন মুলক র‍্যালী

ফাইল ছবি

চৌগাছ প্রতিনিধিঃ যশোরের চৌগাছায়  থানার উদ্যোগে মাস্ক বিতারণ লক ডাউনের সচেতণা মুলক মাস্ক ব্যাবহার উদ্বুদ্ধ করণ র‍্যালী হয়। ৩১ মে রোজ সোমবার চৌগাছা থানার উদ্যোগে ঘরে থাকুন নিরাপদে থাকুর, মাস্ক পরায়  অভ্যেস, করোনা  মুক্ত বাংলাদেশ,স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে  কে সুরক্ষিত থাকুন এই শ্লোগান সামনে রেখে উপস্থিত ছিলেন চৌগাছা থানার  চৌকস অফিসার ইনজার্চ সাইফুল ইসলাম সবুজ,তদন্ত অসি গোলাম কিবীরিয়া,এস আই মেহেদী হাসান,বিকাশ চন্দ্র সরকার,সৈয়দ আশিকুর রহমান,রাজেশকুমার দাশ,বাচ্চু শেখ,নুরউন নবি,বিপ্লাব সরকার,এএস আই মিজানুর রহমান,বাবুল আক্তার,শুভেন্দু কুমার পাল, সাইদুল ইসলাম,কাজী আব্দুল মান্নান, সুমন হোসেন,ইব্রহীম রাসেল সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন