আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১১:২৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা থানার উদ্যোগে তৃতীয় দিনে মাস্ক বিতাণ ও করোনা কালে সচেতন মুলক র‍্যালী

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায়  থানার উদ্যোগে মাস্ক বিতারণ লক ডাউনের সচেতণা মুলক মাস্ক ব্যাবহার উদ্বুদ্ধ করণ র‍্যালী হয়। ২জুন রোজ বুধবার চৌগাছা থানার উদ্যোগে ঘরে থাকুন নিরাপদে থাকুর, মাস্ক পরায়  অভ্যেস, করোনা  মুক্ত বাংলাদেশ,স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে  কে সুরক্ষিত থাকুন এই শ্লোগান সামনে রেকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, চৌগাছা থানার  চৌকস অফিসার ইনজার্চ সাইফুল ইসলাম সবুজ বলেন সরকারের নিদেশ অনুযায় সিমান্ত জেলা গুলো করোনা বৃদ্ধি পেয়েছে।চৌগাছা সিমান্ত উপজেলা  প্রতিনিয়ত করোনা সম্পর্কে সচেতন করেছি সমাজিক দুরত্ব বজায় রেখে কর্মস্থাল কাজ করতে হবে এবং সবায়কে মাস্ক বাবহার করার জন্য সচেতন করে  তুলছি   অবশ্যই করোনা মুক্ত উপজেলা হিসাবে মডেল হয়ে থাকবো । উপস্থিত ছিলেন তদন্ত ওসি গোলাম কিবিরিয়া,এস আই মেহেদী হাসান,বিকাশ চন্দ্র সরকার,সৈয়দ আশিকুর রহমান,রাজেশকুমার দাশ,বাচ্চু শেখ,নুরউন নবি,বিপ্লাব সরকার,এম এ কুদ্দস,এএস আই মিজানুর রহমান,বাবুল আক্তার,শুভেন্দু কুমার পাল, সাইদুল ইসলাম,কাজী আব্দুল মান্নান, সুমন হোসেন,ইব্রহীম রাসেল সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন