আজঃ শনিবার ● ৩০শে চৈত্র ১৪৩০ ● ১৩ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১২:০৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় বাইশারীতে নৌকা প্রতীকের সমর্থনে উঠানবৈঠক অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তীর নৌকা প্রতীকের সমর্থনে ৭নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকাল ৫টায় আওয়ামী লীগ নেতা খাইরুল হাসান মালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ  শেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া  উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, নৌকার প্রার্থী বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী প্রমুখ। বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিয়াবাকপুর ইউপির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উদয়কাঠি ইউপির চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী, চাখার ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সেখানে নৌকার প্রার্থী সৈয়দ মুজিবুল ইসলাম টুকু, সাবেক ফরেস্টার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা,  উপজেলা আওয়ামী লীগের  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন শাকিল আহমেদ খান, উপজেলা যুবলীগ নেতা মু. মুনতাকীম লস্কর কায়েস, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ।  জনাকীর্ণ এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ইলুহার ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আ. মন্নান মৃধা, বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সাবেক চেয়ারম্যান মো. ওমর ফারুক, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারী, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আ. রহিম মাল,উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমান সেলিম সরদার,ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সোহেল, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, উপজেলা বঙ্গবন্ধুৃ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা,জোটের  সহ-সভাপতি সুমম রায় সুমন,বাইশারী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকির, আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনা সদস্য মো. হারুনুর রশীদ, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। বক্তারা এ সময় বাইশারী ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত এক আলোকিত ইউনিয়নে পরিণত করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত এদিকে বানারীপাড়ায় উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে সৈয়দকাঠি ইউনিয়ন ছাড়া ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৫টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলে চাখার ও বাইশারী ইউনিয়নে চেয়ারম্যানসহ সকল পদে নির্বাচন হচ্ছে বাকীগুলোতে শুধু মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ জুন  এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুবার্তা/এস/ই

 

 

ফেসবুকে লাইক দিন