আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ১০ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১০:২৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছার কৃষকরা মুখি কচু চাষ করে লাভবান

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় কৃষকরা সারকচু চাষ করে লাভবান হচেছ। ইদানিং কৃষকরা সারকচু চাষের দিকে ঝুকছেন।স্থানিয় বাজার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকা বিক্রয় হচেছ।উপজেলায় পৌর এলকায় কংশারীপুর সহ স্বরুপদাহ ইউনিয়ন,সুখপুকুরিযা ইউনিয়ন, নারায়নপুর ইউনিয়ন,হাকিমপুর ইউনিয়ন,ধুলিয়ানি ইউনিয়ন,জগদীশপুর ইউনিয়ন,ফুরসারা ইউনিয়ন,সিংহঝুলি ইউনিয়ন,পাশাপোল ইউনিয়নে গত কছেশ বছর ধরে   বাণিজ্যিকভাবে কৃষকেরা চাষ শুরু করেছে।সম্ভাত বাংলা মাঘ-ফাল্গুন মাসে বীজ ববন করতে হবে ।তুলনায়মুলক সমতর জমিতে জৈবসার দিয়ে মাঠিমিষ্ট করে   সারকচু চাষ করতে হয়  । সারকচুর গোরা ভালো করে মাঠিদিয়ে উচু করে বেধে দিতে হবে । খড়া পরলে পানি ছেষ দিতে হবে। ৬ মাস পরে সারকচু তুলতে হবে অরথৎ আষাড়-শ্রিবণ মাসে সারকচু উঠিয়ে বাজারজাত করা হবে ।

কৃষি অফিসার সমরেন বিশ্বাস বলেন চলতি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে মুখিকচু চাষ হয়েছে। মুখিকচু একটি লাভজনক সবজি হিসেবে কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কৃষক শেখ তারেখ হোসেন বলেন আমি দেড় বিঘা জমিতে সারকচু লাগিয়েছি  দাম ভাল পাওয়ায় বেশখুশি।

সবজি বাজারের আড়ৎদার আতিয়ার রহমান জানান গত ৪/৫ বছর যাবত বাজারে মুখিকচু কৃষকের কাছ থেকে নিচিছ এতে মনে হয় কৃষকরা মুখিকচু চাষ বৃদ্ধি করেছেন।মুখিকচু প্রতিটি মানুষের কাছে প্রিয় খাদ্য । আড়তে মুখিকচু আসার সঙ্গে সঙ্গে স্থানীয় খুচরা ব্যবসায়ী এমনকি দূর দূরন্ত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়  ব্যাপারীরা চড়া দামে মুখিকচু নিয়ে যাচেছ দাম ভালো থাকায় কৃষক লাভবান হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন