আজঃ বৃহস্পতিবার ● ১৪ই চৈত্র ১৪৩০ ● ২৮শে মার্চ ২০২৪ ● ১৭ই রমযান ১৪৪৫ ● রাত ১০:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় লকডাউনে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ১ ব্যবসায়ী ২জন মটোর সাইকের আরোহী  জরিমানা করা হয়েছে।

শুক্রবার  সকাল  ১০টা থেকে ১১.৩০ টার মধ্যে শহরের একটি কাপুড়িয়া পট্টিতে   অভিযান চালিয়ে ১ নিদ্দিক বস্ত্র বিতান এন্ড টেইলার্স সিদ্দিকুর রহমান (৪৯) ,মটোর সাইকেল আরোহী ১ শাজেদুর রহমান(২০) ,১হ্যাপি(২২)। ৩ জনের  মোট  ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনমুল হক এই আদালত পরিচালনা করেন। এসময় সেনা বাহীনির  ক্যাপ্টেন ইফতেখার  নেতৃত্বে একপ্লাটুন সেনা সদস্য, বিজিবির হাবিলদার মফিজুর হোসেন নেতৃত্বে বিজিবি একটি দল, চৌগাছা  উপ-পরিদর্শক এনামুল হক  নেতৃত্বে পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।

ভ্রাম্যমান আদালতে চৌগাছা বাজারের কাপড়িয়া পট্টির নিদ্দিক বস্ত্র বিতান এন্ড টেইলার্স  সিদ্দিকুর রহমান (৪৯) ৮০০০ হাজার টাকা ,মটোর সাইকেল আরোহী শাজেদুর রহমান (২০) ৫০০ টাকা ,হ্যাপি (২২) ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন, বিধিনিষেধ মানতে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দকে বারবার অনুরোধ করছি। বিধিনিষেধ কার্যকর করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন সংক্রমন বৃদ্ধি রোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন একবার জরিমানা করা হলেও কেউকেউ আবারো দোকান খুলে ব্যবসা করছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন