আজঃ শুক্রবার ● ১৩ই বৈশাখ ১৪৩১ ● ২৬শে এপ্রিল ২০২৪ ● ১৬ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১০:২৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

নিরবেই কেটে গেলো সাবেক প্রতিমন্ত্রী ফায়জুল হকের মৃত্যুদিবস

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
নিরবেই কেটে গেলো অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের একমাত্র তনয় আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ১৯ জুলাই তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ইন্তেকাল করেন। তিনি ১৯৭০ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের নৌকার টিকিটে এবং ১৯৭৯ সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) আসনের তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে  বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি। এছাড়া জিয়াউর রহমান নিহত হওয়ার পরে বিএনপির সংসদ সদস্য হিসেবে (১৯৮১-৮২) আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি প্রথমে শ্রম ও শ্রমিককল্যাণ প্রতিমন্ত্রী ও পরে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে তিনবারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের মৃত্যুবার্ষিকী পালণে দলীয় কোন কর্মসূচি ছিলনা। ফলে নিরবেই কেটে গেলো তাঁর মৃত্যুবার্ষিকীর দিবসটি।

ফেসবুকে লাইক দিন