আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● রাত ৮:২৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ফেন্সিডিলের নতুন কারখানার সন্ধান ২ জন নারী ব্যবসায়ী আটক

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দুই লিটার ১৬ বোতল ফেন্সিডিলসহ তানিয়া খাতুন (২৮) ও তাছলিমা খাতুন (২২) নামে দুই নারীকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।

শনিবার বিকালে পৌরসভার (চৌগাছা-যশোর) সড়কে চৌগাছা সরকারি কলেজের সামনের সড়ক এবং উপজেলা সড়কের কাঁচামাল বাজারের পাশের একটি দ্বিতল ভবনের ২য় তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তানিয়া খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসীপুর গ্রামের কাওছার আলীর স্ত্রী এবং তাছলিমা যশোর শহরের খড়কীর মৃত-পলাশের স্ত্রী। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, তানিয়ার স্বামী কাওছার আলীও একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

চৌগাছা থানার এএসআই সুমন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে শহরের (চৌগাছা-যশোর) সড়কের চৌগাছা সরকারি কলেজের সামনে থেকে তাছলিমা খাতুনকে (২২) আটক করা হয়। এসময় তার ব্যবহৃত হাত ব্যাগ থেকে আট বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চৌগাছা শহরের সেলিমের বাড়ির ভাড়াটিয়া তানিয়ার কাছ থেকে সে এই ফেন্সিডিল ক্রয় করেছে।

এই তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, এসআই মেহেদী হাসান, এসআই রাজেশ কুমার দাস, এএসআই ইব্রাহীম রাসেলসহ পৌরসদরের  উপজেলা সড়কের কাঁচামাল বাজারের অপরপাশের দ্বিতল ভবনের ২য় তলায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়িতে আট বোতল ফেন্সিডিল, দুইটি মিনারেল ওয়াটারের বোতলে ভরা দুই লিটার ফেন্সিডিল জাতীয় পদার্থ, তিনটি ফেন্সিডিলের খালি বোতল, ২০টি কর্ক উদ্ধার করা হয়।

 

ফেসবুকে লাইক দিন