আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● রাত ৮:২২
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ৪ বেকারিকে জরিমানা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার বেকারি মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের মেসার্স আমিন ফুড এন্ড বেকারিকে ১০ হাজার টাকা, আরিফ বেকারিকে ১৫ হাজার টাকা, মধুমতি মায়া বেকারিকে ৩ হাজার টাকা, রূপালী ডেইরিকে (রেস্টুরেন্ট) ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, মধুমতি বেকারি ছাড়া অন্য বেকারিগুলোয় মেয়াদ উত্তীর্ণ মালামালে ভর্তি ছিল। খাওয়ার অনুপযুক্ত লবন ব্যবহার করা ছাড়াও ময়দার মধ্যে মাকড়সার জাল ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় এই জরিমানা আদায় করা হয়।

ফেসবুকে লাইক দিন