আজঃ সোমবার ● ২৯শে পৌষ ১৪৩২ ● ১২ই জানুয়ারি ২০২৬ ● ২২শে রজব ১৪৪৭ ● সন্ধ্যা ৬:২৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

জেলা আ.লীগের সদস্য চৌগাছার অমিত বসুর জন্মদিনে খাবার বিতরণ 

ফাইল ছবি

চৌগাছ প্রতিনিধিঃ
যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অমিত কুমার বসুর জন্মদিন উপলক্ষে যশোরের চৌগাছায়  বিভিন্ন পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় পৌর শহরের ভাষ্কর্য মোড়ে এই খাবার বিতরণ করে অমিত কুমার বসুর শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য অমিত কুমার বসু ছাত্ররাজনীতি তে  চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং যশোর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। একই সাথে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন