আজঃ বুধবার ● ১১ই বৈশাখ ১৪৩১ ● ২৪শে এপ্রিল ২০২৪ ● ১৪ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১১:৪৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

ছড়াকার ও সাংবাদিক নাসির উদ্দীন আল-মামুনের মায়ের কুলখানি অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ছড়াকার ও সাংবাদিক নাসির উদ্দীন আল-মামুনের মা আলহাজ্ব জাহানারা বেগমের (৭০) কুলখানি অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের দোসতিনা আহমদিয়া ফাজিল মাদ্রাসার জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত কুলখানির এ দোয়ানুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিক উল্লাহ,আলহাজ্ব নজরুল ইসলাম,হাফেজ আলী হায়দার,মাওলানা নিয়াজ ফারুক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,মরহুমার ছেলে ছড়াকার ও সাংবাদিক নাসির উদ্দীন আল-মামুন প্রমুখ। মাওলানা কুতুব উদ্দীন দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর উত্তরার দক্ষিণ খানের নিজ বাসভবনে আলহাজ্ব জাহানারা বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা জাহানারা বেগম বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের দোসতিনা আহমদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম সিরাজউদ্দীন হাওলাদারের ছেলে বানারীপাড়া উপজেলা প্রশাসনের সাবেক অফিস সুপার (ওএস) প্রয়াত সৈয়দ আহমেদ (বাদশা’)র স্ত্রী ও রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ডাক্তার আনোয়ারুল করিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্প ও ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল করিমের বোন এবং কানাডা প্রবাসী সফট্ওয়ার ইঞ্জিনিয়ার মহিউদ্দীন আহমেদ (শাহজাদা) এবং ছড়াকার ও সাংবাদিক  নাসির উদ্দীন আল মামুনের মা। মরহুমার জানাজা শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ জোহর দোসতিনা আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাকে সেখানেই পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়

ফেসবুকে লাইক দিন