আজঃ মঙ্গলবার ● ১২ই অগ্রহায়ণ ১৪৩১ ● ২৬শে নভেম্বর ২০২৪ ● ২৩শে জমাদিউল-আউয়াল ১৪৪৬ ● সকাল ১০:১৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায়  সাংবাদিক রিপনের বাবা  রুহুল আমিন আকন  চির নিন্দ্রায় শায়িত

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপনের বাবা মো. রুহুল আমিন আকনের (৮৬) দাফন সম্পন্ন হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ (কোর্ট মসজিদ) জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়।  জানাজায় সাংবাদিক,শিক্ষক,রাজনীতিক,জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বড় ছেলে ফকরুল আলমের বাসায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকের কারণে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে,৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন