আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ভাদ্র ১৪৩১ ● ১২ই সেপ্টেম্বর ২০২৪ ● ৭ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● রাত ৪:৫৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায়  সাংবাদিক রিপনের বাবা  রুহুল আমিন আকনের কুলখানি  অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপনের বাবা মো. রুহুল আমিন আকনের (৮৬) রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বাদ আসর বানারীপাড়া উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার,ইলুহার বিহারী লাল একাডেমির প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান,সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম মিঠু,এম লতিফ বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল ও  জাকির হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল কবির দোয়া-মিলাদ পরিচালনা করেন। প্রসঙ্গত ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বড় ছেলে ফকরুল আলমের বাসায় মোঃ রুহুল আমিন আকন ইন্তেকাল করেন। তিনি ব্রেন স্ট্রোকের কারণে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন।

ফেসবুকে লাইক দিন