আজঃ রবিবার ● ২৯শে পৌষ ১৪৩১ ● ১২ই জানুয়ারি ২০২৫ ● ১১ই রজব ১৪৪৬ ● সকাল ৮:৪৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় নবাগত নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান ও থানার ওসি’র সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময়

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় একটি সেবামুলক ও অরাজনৈতিক সংগঠন (চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন)- এর পক্ষ থেকে  নবাগত চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার  আছাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. ডঃ মো. মোস্তানিছুর রহমান এবং চৌগাছা থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম সবুজ-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ -এর নিজ নিজ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দরা এ শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিষ্ঠাতা সভাপতি  মোঃ বখতিয়ার হোসেনের নির্দেশনায়  যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে  সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু, গোলাম রাব্বী শেখ, দপ্তর সম্পাদক আলামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, এস এ সিয়াম, নির্বাহি সদস্য শামীম হোসেন, ইব্রাহিম হোসেন,ইয়াসির আরাফাত আলিফ, মামুন, তামজিদ, ওমর ফারুক,তুষার, এনামুল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, আরিফুল ইসলাম,চয়ন আহমেদ,ইশান, শহিদুল ইসলাম,  মঈন বিশ্বাস শাহীন কবির সহ সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে এই শুভেচ্ছা বিনিময় করেন।

সংগঠনটির শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত নির্বাহী অফিসার , উপজেলা চেয়ারম্যান এবং চৌগাছা থানার অফিসার ইনচার্জ -এর  সাথে সংগঠনের বিষয়ে আলোচনা করলে তারা সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বস্ত  করেন এবং সংগঠনটির আগামীর জন্য শুভকামনা করেন।

ফেসবুকে লাইক দিন