By: মুক্তি বার্তা
চাখার কলেজে শেরেবাংলার জন্মদিন উদযাপন
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
২৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায়
কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আঃরবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঙালী জাতির অবিসংবাদিত এ নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে অন্যান্যের মধ্যে আলোকপাত করেন উপাধ্যক্ষ প্রফেসর এএসএম হাবিবুল ইসলাম,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইফুল্লাহ্ ইবনে আদম, জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ হারুনুর রশীদ, শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। সভাপতির বক্তৃতায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আঃ রব বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি মহান দু’নেতা শের-ই-বাংলা ও বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ অনুসরণ করে সোনারবাংলা বির্নিমানে নিজেদের আদর্শ ও সোনারমানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কলেজের সহকারি অধ্যাপক মুহাঃ গোলাম ছরোয়ার অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন।
আলোচনা শেষে শের-ই-বাংলা একে ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।