By: মুক্তি বার্তা
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার
চৌগাছা প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে যশোরের চৌগাছা উপজেলার ১৩ আওয়ামী লীগের নেতাকে দলের থেকে বহিষ্কার করেছে চৌগাছা উপজেলা আওয়ামী লীগ।
বহিস্কার হওয়া ১৩ নেতার মধ্যে পাশাপোল ইউনিয়নের আব্দুল মোতালেব হোসেন ও সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,সিংহঝুলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল ও হামিদ মল্লিক, ধুলিয়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও মোমিনুর রহমান,জগদিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম ও আজাদুর রহমান খান, স্বরুপদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কদর,ও বর্তমান চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম খোকন,সুখপুকুরিয়া ইউনিয়নের নুরুল ইসলাম মাস্টার, ও নারায়ণ পুর ইউনিয়নের আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী ১৩ নেতার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছে।