আজঃ শনিবার ● ১২ই মাঘ ১৪৩১ ● ২৫শে জানুয়ারি ২০২৫ ● ২৪শে রজব ১৪৪৬ ● সকাল ১০:২৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় রাখের উপবাস উপলক্ষে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে রাখের উপবাস উপলক্ষে সারাদিন উপবাস করে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করেছেন। ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় বানারীপাড়া কেন্দ্রীয় লোকনাথ মন্দির প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ওয়াকার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,থানার উপ-পরিদর্শক অপূর্ব প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার  ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ দেবনাথ,৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সাহা, বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনিন লোকনাথ মন্দিরের সভাপতি আশিষ কুন্ডু ছনু, সাবেক সভাপতি পঙ্কজ বনিক,সাধারণ সম্পাদক সজল সাহা,সহ-সম্পাদক উত্তম সাহা, ব্যবসায়ী মৃতুঞ্জয় কর্মকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খিষ্ট্রান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি  হৃদয় সাহা প্রমুখ। উপসনা শেষে প্রজ্জ্বলিত প্রদীপ ফেরীঘাটে সন্ধ্যা নদীতে বিসর্জন দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন