আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● দুপুর ১:১৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

রাহাদ সুমন শুধু সাংবাদিকই নন বিশিষ্ট শিক্ষানুরাগীও

ফাইল ছবি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: এবার বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য হলেন ১৬ বার নির্বাচিত বানারীপাড়া প্রেস ক্লাব ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তিনবার নির্বাচিত সভাপতি রাহাদ সুমন। তিনি শুধু একজন অমিত সাহসী, প্রতিভাবান ও  জনপ্রিয় সাংবাদিকই নন একজন বিশিষ্ট শিক্ষানুরাগীও বটে। তিনি আলোকিত বানারীপাড়া বির্নিমাণে শিক্ষার মানোন্নয়ন,শিক্ষা বিস্তার ও ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানা ভাবে কাজ করছেন। রাহাদ সুমন ১৩৪ বছরের  ঐতিহ্যবাহী সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের অভিভাবক সদস্য ও  দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি এবং বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বানারীপাড়া উপজেলা শিক্ষা কমিটির গর্বিত সদস্য হিসেবে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। রাহাদ সুমন বানারীপাড়া সিরাতুন্নবী নূরাণী,হাফেজি মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক এবং চাখার দরবার জামে মসজিদেরও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দক্ষিণ নাজিরপুর গ্রাম রক্ষা ও উন্নয়ন কমিটির সভাপতি। একজন মেধাবী ও  সুদক্ষ তরুন রাজনীতিবিদ হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। বর্তমানে তিনি বানারীপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এর আগে বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বানারীপাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সহ-সভাপতি ও এর আগে  সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এছাড়াও একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবে ইতোমধ্যে ব্যাপক খ্যাতি পরিচিতি লাভ করেছেন সাংবাদিক রাহাদ সুমন। ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে তার প্রাণবন্ত সঞ্চালনা সবার হৃদয় স্পর্শ করে। তিনি একজন সুবক্তা হিসেবেও সর্বমহলে প্রশংসিত।

ফেসবুকে লাইক দিন